আসন্ন বিপিএলকে আরো জৌলুসময় করতে চেষ্টার কোনো কমতি রাখছে না ক্রিকেট বোর্ড। সম্প্রচারে ভিন্ন মাত্রা দেয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল তারা, এবার সাজানো হচ্ছে তারকাসমৃদ্ধ ধারাভাষ্য প্যানেল।
সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বিপিএলের আগামী আসরের। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে আয়োজকরা। যেখানে ধারাভাষ্যকার নিয়েও কাজ করছে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান।
রিয়েল ইম্প্যাক্টের পরিবর্তে বিপিএলের আগামী আসর সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলে সাজানোর দায়িত্বও থাকছে তাদের হাতে। তাই ধারাভাষ্যে আসতে চলেছে ভিন্নতা।
আইএলটি-টোয়েন্টি, এসিসি ও পিএসএল নিয়মিত সম্প্রচার করায় বেশ কয়েক জন ধারাভাষ্যকারের সাথে চুক্তি আছে ট্রান্স গ্রুপের। যাদের দিয়ে বিপিএলের ধারাভাষ্য প্যানেল সাজানোর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।
যে তালিকায় আছেন রমিজ রাজা, ড্যানি মরিসনের মতো আলোচিত ধারাভাষ্যকাররা। প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দিতে আসতে যাচ্ছেন ওয়াকার ইউনূসও। আইএল টি-টোয়েন্টি শেষে বিপিএলে যোগ দেবেন তারা।
এ ছাড়া অস্ট্রেলিয়ার জেমি কক্স ও ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে বিপিএলে ধারাভাষ্য দিতে। আর উপস্থাপকের দায়িত্বে দেখা যাবে পাকিস্তানের জয়নব আব্বাসকে।
বিদেশী ধারাভাষ্যকারদের সাথে বাংলাদেশীদের মাঝে আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষকেও দেখা যাবে। দেখা যেতে পারে তামিম ইকবালকেও।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে এখন পর্যন্ত ১১ জন ধারাভাষ্যকারের তালিকা চূড়ান্ত হয়েছে। সিলেট পর্বে সবাইকে না পাওয়া গেলেও আইএল টি-টোয়েন্টি শেষে সবাইকে পাওয়া যাবে।



