লিটনকে ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন

লিটন দাসকে ছাড়াই ভারত বধের পরিকল্পনা এঁটেছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের বিপক্ষে টসে জিতল বাংলাদেশ
ভারতের বিপক্ষে টসে জিতল বাংলাদেশ |সংগৃহীত

ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক জাকের আলি । খেলা শুরু রাত সাড়ে ৮টায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অধিনায়ক লিটন দাসকে নিয়ে হঠাৎ শঙ্কায় পড়ে টাইগাররা, অনুশীলনে চোট পাওয়ায় একাদশে তাকে পাওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্য হলো।

লিটন দাসকে ছাড়াই ভারত বধের পরিকল্পনা এঁটেছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আজ নেতৃত্বে অভিষেকও হয়ে গেল জাকেরের।

সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে টাইগাররা খেলছে ভারতের বিপক্ষে। ভারতও তাদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে, ৬ উইকেটে হারায় পাকিস্তানকে।

ফলে দুই দলের লড়াইয়ে যে জিতবে, ফাইনালের পথ সুগম হবে তারই। এমন ম্যাচে পরিস্কারভাবেই ফেভারিট ভারত। টি-টোয়েন্টি বর্তমান চ্যাম্পিয়ন, পাশাপাশি টি-টোয়েন্টির এক নম্বর দলও তারা।

অতীত রেকর্ড, শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। ১৭ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে। তবে সেই সংখ্যাটা আজ বাড়িয়ে নেয়ার লক্ষ্য টাইগারদের।

তবে এই ম্যাচে একাদশে এসেছে চারটি পরিবর্তন। অধিনায়ক লিটন দাস ছাড়াও সেরা এগারোতে নেই শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান।

তাদের বদলে একাদশে এসেছেন পারভেজ ইমন, রিশাদ হোসেন, তানজিম সাকিব। আর এবারের আসরে প্রথমবার খেলতে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে সুযোগ হয়নি নুরুল হাসান সোহানের।

বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।