পাকিস্তানের সাথে উত্তেজনার জেরে আগামী রোববার হিমাচল প্রদেশের ধরমশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) যে ম্যাচটি হওয়ার কথা ছিল, তার স্থান পরিবর্তন করা হয়েছে।
এখন ওই ম্যাচটি হবে পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচটির স্থান বদল করা হয়েছে।
পাকিস্তানের সাথে ভারতের সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ধরমশালার বিমানবন্দরও।
অবশ্য ধরমশালা স্টেডিয়ামে বুধবারের নির্ধারিত ম্যাচটি খেলা হবে। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে এই ম্যাচটির যে স্থান পরিবর্তন করা হচ্ছে না, তা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। দুই দলই প্র্যাকটিসের জন্য কয়েকদিন আগেই ধরমশালায় পৌঁছে গেছে।
সূত্র : বিবিসি