বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সাথে দুপুরে বৈঠক ক্রীড়া উপদেষ্টার

ভারতে বিশ্বকাপ খেলবে কি না- এই সিদ্ধান্ত ঘিরে আজ দুপুরে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সাথে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির অনড় অবস্থান ও সময়সীমার মধ্যে ক্রিকেটারদের মতামত নিয়ে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সাথে দুপুরে বৈঠক ক্রীড়া উপদেষ্টার
বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সাথে দুপুরে বৈঠক ক্রীড়া উপদেষ্টার |সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। খেলা না খেলা- সবটাই নির্ভর করছে বাংলাদেশের ওপরেই। আইসিসি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে অনড় অবস্থানে থাকার কথা, কোনোমতেই পরিবর্তন আনবে না সূচিতে।

আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফা বৈঠকের পর আইসিসির জরুরি সভা শেষে, নিরাপত্তা শঙ্কা থাকলেও ভারতের মাটিতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে জানিয়ে দেয়া হয়েছে।

সেই সাথে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। অন্যথায় টাইগারদের বাদ দিয়ে অন্য কোনো দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে তারা। এমতাবস্থায় চাপে পড়ে গেছে বিসিবি।

সঙ্কট কাটাতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে আজ বৃহস্পতিবার বসার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

আজ দুপুর ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সাথে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র।

ক্রিকবাজ জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি অবহিত করতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সাথে বসবেন।

সেখানে নেয়া হবে ক্রিকেটারদের মতামতও। তাদের মতামত ও পরামর্শের উপর ভিত্তি করে নেয়া হবে পরবর্তী পদক্ষেপ।

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসর শুরুর ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের এই সিদ্ধান্তে নড়েচড়ে বসে আইসিসি। গতকাল সদস্য দেশগুলোর সাথে হয় বোর্ডসভাও। এরপরই সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বাংলাদেশের সমর্থক, ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট কারো জন্যই ভারতে হুমকি নেই বলে মনে করে তারা।