ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

যে আফগানিস্তানের বিপক্ষে অনেকটা হেসেখেলেই ওয়ানডে জিততো বাংলাদেশ, সেই আফগানদের কাছে টানা তৃতীয় সিরিজ হারের দোরগোড়ায় দাঁড়িয়ে দল। আজ হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলকলা।

নয়া দিগন্ত অনলাইন
ঘুরে দাঁড়ানোর মিশনে আজ আফগানদের বিপক্ষে মাঠে বাংলাদেশ
ঘুরে দাঁড়ানোর মিশনে আজ আফগানদের বিপক্ষে মাঠে বাংলাদেশ |সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটটা যেন খেলতে ভুলে গেছে বাংলাদেশ দল। চেনা ফরম্যাটটা যেন হয়ে উঠেছে বড্ড অচেনা। নিজেদের খুঁজেই যেন পাচ্ছে না মেহেদী মিরাজরা। শেষ ১০ ম্যাচে ৯ হার জানান দেয় ভয়াবহতা।

২০২৩ বিশ্বকাপের পর ১৮টি ওয়ানডে খেলে হেরেছে ১৩ টিতেই। আর সিরিজের হিসেবে শেষ নয়টি দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। আজ আফগানদের কাছে হারলে বেড়ে যাবে সংখ্যাটা।

যে আফগানিস্তানের বিপক্ষে অনেকটা হেসেখেলেই ওয়ানডে জিততো বাংলাদেশ, সেই আফগানদের কাছে টানা তৃতীয় সিরিজ হারের দোরগোড়ায় দাঁড়িয়ে দল। আজ হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলকলা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবুধাবিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ হেরে এই ম্যাচটা পরিণত হয়ে উঠেছে ‘ডু অর ডাই’। জিতলে বেঁচে থাকবে সিরিজ জয়ের স্বপ্ন, হারলে সব শেষ।

সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। তবে তার আগে টানা ব্যর্থতায় দেয়ালে যেন পিঠ ঠেকে যাওয়ার অবস্থা। ১৯ বছর পর র‍্যাঙ্কিংয়ের দশে নেমে গেছে টাইগাররা। আছে সরাসরি বিশ্বকাপে খেলা নিয়েও আছে শঙ্কা।

শঙ্কাটা আরো ঘনীভূত হয়েছে আফগানিস্তানের কাছে সিরিজের হেরে। গত বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৪ উইকেটে হেরে যায় মিরাজ বাহিনী। তাতে ভীষণ চাপে পড়ে গেছে টাইগাররা।

৭৭ পয়েন্ট নিয়ে এই সিরিজ শুরু করে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে জিততে পারলে ৫ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল মিরাজদের সামনে, সুযোগ র‍্যাঙ্কিংয়ের আটে উঠে যাবার। তবে এখন আর সেই আশা পূরণ হচ্ছে না।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে সেই বছর ৩১ মার্চের মাঝে সেরা নয়ে উঠতে হবে টাইগারদের। তবে সেই ইচ্ছে আপাতত পূরণ হচ্ছে না। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে বাড়ছে অপেক্ষা। আপাতত তাই সিরিজ জিতে মান বাঁচানোই লক্ষ্য।

যদিও তা সহজ হবে না মোটেও। একাদশ গঠনেই হ-য-ব-র-ল অবস্থা এখন দলের। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের প্রায় একই সাথে বিদায়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি দল।

ভাঙাচোরা মিডল অর্ডার বেশ ভোগাচ্ছে। আস্থা রাখার মতো নেই কেউ। বিকল্প খুঁজে বের করতে পারছেন না নির্বাচকরা, জাকের আলি-শামিম পাটুয়ারীদের করতে হচ্ছে ভরসা। ঘাটতি আছে অভিজ্ঞতাতেও।

শেষ ম্যাচেও দেখা গেছে যার রূপ। লিটন দাসের অনুপস্থিতি যেন আরো দূর্বল করেছে দলকে। সব মিলিয়ে আজ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা আছে প্রবল। জাকের আলিকে হয়তো বেঞ্চে রাখা হবে।

এদিকে বল হাতে তানজিম সাকিব দারুণ বোলিং করলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ছিলেন উইকেটশূন্য। ফকে আজ একাদশে হয়তো ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ২০টি ওয়ানডে খেলেছে। বাংলাদেশের জয় ১১ ও আফগানিস্তানের ৯টি।