এবারের এশিয়া কাপের আগে হঠাৎ রব উঠেছিল আফগানিস্তানকে নিয়ে। অনেকেই এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে অবিহিত করছিল তাদেরকে। তবে তার মান রাখতে পারেনি দলটি, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।
সেই আলোচনা আবার উঠে এলো বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে। সিরিজে আফগানদের ভরাডুবি উস্কে দিলো সেই বিতর্ক। এমনকি জোনাথন ট্রটের কাছেও ছিল এই নিয়ে প্রশ্ন।
গতরাতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলায় হয় আফগানরা। ৩-০ ব্যবধানে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট কথা বলেন এই প্রসঙ্গে।
নিজেদের দ্বিতীয় সেরা দল বলতে নারাজ ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল? আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সামাজিক মাধ্যম ও গণমাধ্যমের সব আলোচনা ঠিক নয়। আমাদের আরো ভালো হতে হবে। আরো ভালো করতে হবে। তবে আমি একদম বেস্ট হতে চাইব। তবে আমাদের আরো উন্নতি করতে হবে।’
সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ট্রট। বলেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। বাজেভাবে হেরেছি আমরা। কিছু পরিবর্তন তো দলে আসবেই। কয়েকজন এখানে ছিল না, ফলে তরুণদের সুযোগ দিতে চেয়েছি। ’
‘বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দল সাজাচ্ছি। সামনে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ আছে, নভেম্বরের শেষে। আশা করছি এমন দল বানাতে পারব যেই দল ম্যাচ জেতা শুরু করবে।’ যোগ করেন ট্রট।



