আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান।
গত রাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে সাতটি ডট বল করেন মুস্তাফিজ। এতেই সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড গড়েছেন ‘ফিজ’।
এখন পর্যন্ত ১২১ ম্যাচের ১২০ ইনিংসে ২ হাজার ৬১৬টি বল করে এক হাজার ১৪২টি ডট বল করেছেন মুস্তাফিজ।
এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি। ১২৩ ইনিংসে দু’ হাজার ৭৫৩টি বল করে এক হাজার ১৩৮টি ডট বল করেছেন তিনি।
১২৫ ইনিংসে দু’ হাজার ৭২০টি বল করে এক হাজার ৭৮টি ডট ডেলিভারি দিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।
মুস্তাফিজ, সাউদি ও সাকিব ছাড়া বিশ্বের আর কোনো বোলার টি-টোয়েন্টিতে এক হাজার বা তার বেশি ডট বল দিতে পারেননি।
ইংল্যান্ডের আদিল রশিদ ১২৬ ইনিংসে দু’ হাজার ৭৫৬টি বল করে ৯৮৮টি ডট বল দিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন।
১০৫ ইনিংসে দু’ হাজার ৪০৮টি বল করে ৯৮৪টি ডট ডেলিভারি দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান। বাসস