ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার মোস্তাফিজুর রহমানের তুলনা টানলেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার রশিদ লতিফ। তিনি প্রশ্ন তুলেছেন যে, ‘ভারত হাসিনা ওয়াজেদকে (শেখ হাসিনা) জায়গা দিতে পারে, কিন্তু মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিতে পারে না।’
শনিবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই প্রশ্ন করেন। তিনি আরো লেখেন, ‘বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করার বিষয় হচ্ছে- ভারত হাসিনা ওয়াজেদকে (শেখ হাসিনা) জায়গা দিতে পারে, কিন্তু মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিতে পারে না।’
তিনি লেখেন, ‘বাংলাদেশ হয়ত তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতে খেলতে অস্বীকৃতি জানাতে পারে। কারণ, তাদের খেলোয়াড়রা ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এখনো ভারতে নির্বাসিত।’
এদিকে, গতকাল শনিবার ঠুনকো এক অজুহাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। যার সর্বশেষ প্রভাব পড়েছে ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ ঘিরেও। বাংলাদেশ এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে, ভারত বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। নিরাপত্তা শঙ্কায় সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই ঘটনায় পুরো বাংলাদেশ দল পড়ে গেছে নিরাপত্তা শঙ্কায়। এমতাবস্থায় এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরই মাঝে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।
উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের।
সূচি অনুযায়ী- বাংলাদেশ দলের সবগুলো ম্যাচই গড়াবে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। সেই লক্ষ্যে বিশ্বকাপের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।
তবে এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এক মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে পারেনি ভারত, সেখানে গোটা বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দেবে; তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।



