এশিয়া কাপ

জমে উঠেছে ফাইনাল, লড়াই চলছে সমানে সমান

রান ১০ হতেই ফেরেন তিনে নামা সূর্যকুমার যাদব। ৫ বলে মাত্র ১ রান করতেই শিকার হন শাহিন আফ্রিদির। এরপর শুভমান গিল ও তিলক ভার্মা মিলে হাল ধরার চেষ্টা করে ব্যর্থ হন।

নয়া দিগন্ত অনলাইন
জমে উঠেছে ফাইনাল, লড়াই চলছে সমানে সমান
জমে উঠেছে ফাইনাল, লড়াই চলছে সমানে সমান |সংগৃহীত

জমে উঠেছে ফাইনাল। ভারতকেও ছেড়ে কথা বলছে না পাকিস্তান। চার উইকেট তুলে নিয়ে চেপে ধরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। যদিও জয়ের জন্য এখনো অনেকটা পথ বাকি পাকিস্তানের।

১৪৭ রানের লক্ষ্য। দেখেশুনে শুরু করা প্রয়োজন ছিল ভারতের। তবে তা হতে দেননি ফাহিম আশরাফ-শাহিন আফ্রিদিরা। পাওয়ার প্লেতেই তুলে নেন ৩ উইকেট। তবে এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত।

১.১ ওভারে ফাহিম আশরাফের বলে আকাশে বল উড়িয়ে শেষ হয় অভিষেক শর্মার ইনিংস। আসর জুড়ে দারুণ খেলা এই ওপেনার ফেরেন ৬ বলে মাত্র ৫ রানে। ৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

রান ১০ হতেই ফেরেন তিনে নামা সূর্যকুমার যাদব। ৫ বলে মাত্র ১ রান করতেই শিকার হন শাহিন আফ্রিদির। এরপর শুভমান গিল ও তিলক ভার্মা মিলে হাল ধরার চেষ্টা করে ব্যর্থ হন।

৪ ওভার শেষে দলীয় ২০ রানে ফেরেন শুভমান গিল। ফাহিমের শিকার হয়ে তার ইনিংস থামে ১০ বলে ১২ রানে। দারুণ ক্যাচ নেন হারিস রউফ। পাওয়ার প্লেতে আসে মাত্র ৩৬ রান।

ভারতের চতুর্থ উইকেটের পতন হয় ১২.৩ ওভারে ৭৭ রানে। স্যাঞ্জু স্যামসন ও তিলক ভার্মার ৫৭ রানের জুটি ভাঙেন আবরার। স্যামসন আউট হন ২১ বলে ২৪ করে। তবে দারুণ ব্যাট করছেন তিলক ভার্মা।

তিলক ৩৯ বলে ৪৮ ও শিভাম দুবে ব্যাট করছেন ১০ বলে ১১ রানে। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান। শিরোপা জয়ের জন্য শেষ ৫ ওভারে চাই ৪৭ রান। হাতে ৬ উইকেট।