মুশফিকের শততম টেস্টে আগে ব্যাট করবে বাংলাদেশ

মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; দুই পরিবর্তনসহ দল আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে মাঠে নামছে।

নয়া দিগন্ত অনলাইন
আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ |সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে দুই পরিবর্তন, ফিরেছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলতে মাঠে নামছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী হিসেবে অনন্য এই কীর্তি গড়ছেন তিনি। শততম টেস্টে মুশফিকের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন।

সব আনুষ্ঠানিকতা শেষে মিরপুরে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচটা জিতে মুশফিককে বিশেষ কিছু স্মৃতি উপহার দিতে চাইবে দল।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।