বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হওয়ার পথে বুলবুল ও ফাহিম

প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান পরিচালক হচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল
নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল |ফাইল ছবি

অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে ফের বিসিবি সভাপতির চেয়ারে বসতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। ইতোমধ্যে সেই পথে এগিয়েছেন একধাপ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তিনি।

একই পথে হাঁটছেন নাজমুল আবেদিন ফাহিমও। প্রতিদ্বন্দ্বী সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফূয়াদ রেদুয়ানের মনোনয়ন বাতিল হওয়ায় সুখবর পাওয়ার পথে তিনি। তবে ছেড়ে কথা বলবেন না রেদুয়ানও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল সোমবার (২৯ সেপ্টেম্বর)। তিন ক্যাটাগরিতে পরিচালক প্রার্থী ছিলেন ৫১ জন। এর মাঝে ক্যাটাগরি ২ ও ৩ থেকে সব মনোনয়নপত্রই বৈধ।

তবে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগের প্রতিনিধিদের মাঝে তিনজনের মনোনয়নপত্রকে অবৈধ বলছে নির্বাচন কমিশন। যাদের একজন হলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার রেদুয়ান ফুয়াদ।

বাকি দু’জন হলেন— চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হাসান ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। তবে এখনো নিজেদের পক্ষে আপিলের সুযোগ রয়েছে তাদের সবার।

মঙ্গলবার প্রার্থীদের উপর আপত্তি গ্রহণ ও শুনানি হওয়ার কথা। বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিসিবি গঠিত নির্বাচন কমিশন।

এদিকে, নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করায় ক্ষোভে ফেটে পড়েছেন রেদুয়ান। এমনকি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। জানিয়েছেন আপিল করবেন বিসিবি’র সাবেক এই পরিচালক।

মঙ্গলবার আপিল শুনানিতে রেদুয়ানের প্রার্থিতা বাতিল বলে গণ্য হলে ঢাকা বিভাগীয় কোটা থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন।

তবে চাপের মুখে আছেন তামিম ইকবাল। গুঞ্জন আছে যে, নিজের অবস্থান শক্ত করতে গিয়ে ক্রীড়াঙ্গনের সাথে সরাসরি জড়িত নয় এমন রাজনৈতিক পরিবারের সন্তাদের প্যানেলে যুক্ত করেছেন তামিম। তবে এখন কোরাম পূরণ করতে হিমশিম খাচ্ছেন তিনি।

তবে এখনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক বনে গেছেন খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের প্রতিনিধিরা। প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান পরিচালক হচ্ছেন।

সিলেট বিভাগ থেকেও একটি মনোনয়ন জমা পড়ায় রাহাত শামস হচ্ছেন নতুন পরিচালক। একইভাবে বরিশাল বিভাগ থেকে একক প্রার্থী হিসেবে সাখাওয়াত হোসেন হচ্ছেন নতুন পরিচালক।