আবুধাবি টি-টেন লিগে এবার অধিনায়ক হলেন সাকিব

‘রয়েল চ্যাম্পসের নেতৃত্ব দেয়া আমার জন্য সত্যিই এক বড় সম্মান। এত প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

নয়া দিগন্ত অনলাইন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান |সংগৃহীত

জাতীয় দলে সাকিব আল হাসান হাসানের ফেরাটা এখন অনিশ্চিত। হয়তো লাল-সবুজের জার্সিতে আর কখনো দেখা যাবে না মাঠে। তবে মাঠেই আছেন সাকিব, এবার করতে যাচ্ছেন অধিনায়কত্ব।

আসন্ন আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যাম্পসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।

শনিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত কয়েক মৌসুম ধরে আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের হয়ে খেলছিলেন সাকিব। তবে এবার নবম আসরে তিনি খেলবেন নবাগত ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পসের হয়ে।

তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে দলটি। দলে আছেন জেসন রয়, জেসন হোল্ডার, মোহাম্মদ আমির, সিকান্দার রাজা, অ্যান্ড্রিস গাউস, ইমরান তাহির ও মোহাম্মদ ওয়াসিমরা।

চলতি মাসের ১৯ তারিখ টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়েল চ্যাম্পস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাকিব।

তিনি বলেন, ‘রয়েল চ্যাম্পসের নেতৃত্ব দেয়া আমার জন্য সত্যিই এক বড় সম্মান। এত প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমরা মাঠের ভেতরে-বাইরে দু’ জায়গাতেই দারুণ কিছু উপহার দিতে চাই।’

‘আমরা দর্শকদের জন্য এক উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম উপস্থাপন করতে চাই। নতুন দল হিসেবে আমাদের উদ্যম ও শক্তিই হবে সবচেয়ে বড় প্রেরণা।’