মিরপুর টেস্টের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম সেশনেই ভেঙে গেছে টপ অর্ডার, হারিয়ে বসেছে ৩ উইকেট। এমতাবস্থায় শততম টেস্টের উপলক্ষটা রাঙিয়ে তোলার সুযোগ মুশফিকুর রহিমের সামনে।
সিরিজের দ্বিতীয় টেস্টে বুধবার (১৯ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একাদশে আসে দুই পরিবর্তন, ফিরেছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলতে মাঠে নামছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী হিসেবে অনন্য এই কীর্তি গড়লেন তিনি। শততম টেস্টে মুশফিকের জন্য রাখা হয় বিশেষ আয়োজন।
সব আনুষ্ঠানিকতা শেষে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ পেরিয়ে যায় বাংলাদেশ। যখন মনে হচ্ছিল ভালো কিছু হতে যাচ্ছে, তখন ভাঙে জুটি। ৪৪ বলে ৩৫ রান নিয়ে থামেন সাদমান ইসলাম।
ইনিংস বড় হয়নি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়েরও। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রেখে ম্যাকব্রিনের শিকার হন তিনি। আউট হন ৮৬ বলে ৩৪ রান করে।
অধিনায়ক শান্তও এরপর বেশিক্ষণ মাঠে থাকেননি, ১১ বলে ৮ রান করে ম্যাকব্রিনেরই শিকার তিনি। ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আর ৫ রান যোগ করে ৩১ ওভারে ১০০ রান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
মুশফিকুর রহিম ১৮ বলে ৩ ও মুমিনুল হক ২৯ বলে ১৭ রানে অপরাজিত থেকে বিরতিতে যান।



