ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ছাড়া প্রথমবার মাঠে গড়ালো নারী বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের কেউ আগে জেতেনি শিরোপা। ফলে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী ক্রিকেট।
রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলছে দুই দল। ফাইনালে টসে জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। তবে বৃষ্টির কারণে তা বিলম্ব হয়, টসও হয় দেরিতে। অবশেষে ২ ঘণ্টা পর শুরু হচ্ছে ফাইনাল খেলা। বাংলাদেশ সময় ৫টার পর হয়েছে টস।
খেলা শুরু হয়েছে বিকেল সাড়ে ৫টা থেকে। তবে ওভার কমানো হচ্ছে না। পুরো ৫০ ওভারই খেলবে দুই দল।
ভারত একাদশ: শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমাহ রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেনুকা সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা ভলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকা বশ, সুনে লুস, মারিজান কাপ, আনেরি ডের্কসেন, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো এমলাবা।



