ঘরের মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে আফগানিস্তান।
বুধবার রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৭৫ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৩৭.২ ওভারে ১৭৩ রান তুলেই গুটিয়ে যায় জুনিয়র টাইগাররা।
১০ রান তুলতেই খালিদ আহমদজাইয়ের উইকেট হারালেও ৪৪ রানের জুটি গড়েন ওসমান সাদাত ও উজাইরউল্লাহ নিয়াজি। সামিউন বশির ২৬ রান করা ওসমানকে বোল্ড করে ফেরালে এই জুটি ভাঙে।
তারপর ৮৪ রানের জুটি গড়েন মাহবুব খান ও নিয়াজি। এই জুটি ভাঙেন আজিজুল হাকিম। ৩১ রান করা নিয়াজিকে ফেরান তিনি। মাহবুব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৮ বলে ৬৮ রান করে।
দলের রান তার কারণেই ২৭০ এর গণ্ডি পেরোয়। আজিজুল্লাহ মিয়াখিল ২, নুরিস্তানি ওমরজাই ১৫ ও আব্দুল আজিজ ১০ রানে ফিরে যান। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নেন আল ফাহাদ ও আজিজুল হাকিম।
লক্ষ্য তাড়ায় ৪৫ রানের মাঝে ৩ উইকেট হারায় দল। রিফাত বেগ রানের খাতা না খুলেই ফিরে যান। জাওয়াদ আবরারের ব্যাটে আসে ২৫ রান। আজিজুল ৯ রানে ফিরলে আরো বিপদে বাড়ে। সবগুলো উইকেটই নেন ওয়াহিদউল্লাহ জাদরান।
তারপর ৯৩ রানের জুটি গড়েন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। রিজান ৫০ বলে ৫২ রান করে ফিরলেও কালাম ম্যাচটিকে আরেকটু সামনে নিয়ে যান। এ সময় জয়তুল্লাহ শাহীন বাংলাদেশের মিডল অর্ডার ধসিয়ে দেন।
অন্যান্য ব্যাটারদের আসা যাওয়ায় কালাম সেভাবে কিছুই করতে পারেননি। ৭৯ বলে ৭১ রান আসে কালামের ব্যাটে। যা কেবল হারের ব্যবধান কমায়। ৩৭.২ ওভারে ১৭৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। জয়তুল্লাহ ৪ উইকেট নেন।
সিরিজের শেষ দুই ম্যাচে নির্ধারণ হবে সিরিজের ভাগ্য।



