৬৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের, মাঠেই আছেন সাইফ

১৬৯ রানের লক্ষ্য। বেশ চ্যালেঞ্জিং তবে অসম্ভব নয়। তবে শুরুটা করে দিয়ে আসতো ওপেনারদের। তবে ভালো শুরু এনে দিতে পারেননি তানজিদ তামিম, দ্বিতীয় ওভারেই বুমরাহর শিকার তিনি।

নয়া দিগন্ত অনলাইন
৬৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের
৬৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের |সংগৃহীত

আগের ওভারেই বুমরাহকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন পারভেজ ইমন। তবে ইনিংসটা টানতে পারেননি, সেই ছক্কা হাঁকাতে গিয়েই উইকেট দিয়ে ফিরেছেন তিনি। চাপে বাংলাদেশ।

১৬৯ রানের লক্ষ্য। বেশ চ্যালেঞ্জিং তবে অসম্ভব নয়। তবে শুরুটা করে দিয়ে আসতো ওপেনারদের। তবে ভালো শুরু এনে দিতে পারেননি তানজিদ তামিম, দ্বিতীয় ওভারেই বুমরাহর শিকার তিনি।

ফ্লিক করতে চেয়েছিলেন তানজিদ, তবে ব্যাটে-বলে মেলেনি। সহজ ক্যাচ নিয়েছেন শিবম দুবে (৩ বলে ১ রান)। ৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ইমনকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন সাইফ হাসান।

শুরুটা নড়বড়ে হলেও একটা সময় থিতু হয়ে যান ইমন। দু’জনে মিলে পাওয়ার প্লেতে যোগ করেন ৪৪। তবে এরপরই কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে গিয়ে ফিরেন ইমন, আউট হন ১৯ বলে ২১ করে।

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলা তাওহীদ হৃদয় আজ হাল ধরতে পারেননি, ছক্কা হাঁকাতে গিয়ে ১০ বলে ৭ রানে ফেরেন তিনি। ৯.৪ ওভারে ৬৫ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

জয়ের জন্য এখনো ৬২ বলে ১০৪ রান দরকার বাংলাদেশের। যা বেশ চ্যালেঞ্জিং। তবে আশার বাতি হয়ে এখনো মাঠে আছেন সাইফ হাসান। ২৬ বলে ৩১ রানে ব্যাট করছেন তিনি।

উল্লেখ্য, এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে টসে হেরে আগে ব্যাট কপ্রে উড়ন্ত সূচনা পেলেও বেশিদূর ভারতকে উড়তে দেয়নি টাইগাররা, আটকে দিয়েছে ৬ উইকেটে ১৬৮ রানে।