এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বড় সিদ্ধান্ত আসতে চলেছে বলে আগেই জানা গেছে। হলোও তাই, বিপিএল নিয়ে নতুন মোড়কে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার আগে পুরনো হিসাব-নিকাশ মেলাচ্ছে তারা।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিল পরিচালনা পর্ষদের বিশেষ বোর্ড সভা। দুপুর ৩টায় শুরু হয় আলোচনা। প্রায় সাড়ে ছয় ঘণ্টার দীর্ঘ এই আলোচনা শেষ হয় রাত সাড়ে ৯টায়।
আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আসেন মিডিয়া ম্যানেজার ইফতেখার রহমান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মিঠু জানান বিপিএল নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা।
১. বিপিএলের বকেয়া মিটিয়ে দেবে বিসিবি
বিপিএলে ডিরেক্ট সাইনিং ক্রিকেটার ও কোচদের থেকে বিভিন্ন ফ্রাঞ্চাইজির নামে টাকা পরিশোধ না করার অভিযোগ পেয়েছে বিসিবি। এমনকি রাজশাহীর টিম হোটেলের টাকাও পাওনা রয়েছে।
এমন পরিস্থিতিতে আপাতত সবকিছুর দায়িত্ব নিয়েছে বিসিবি। জানিয়েছে, তাদের পক্ষ থেকেই করা হবে পাওনা আদায়। তবে সেই পৃষ্ঠপোষক ও ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাওয়ার হুমকিও দিয়েছে বিসিবি।
একইসাথে গত কিছু বিপিএলে স্পন্সরদের পেমেন্ট কিছু বাকি আছে। ফ্র্যাঞ্চাইজি টিমের যে পেমেন্ট দেয়ার কথা ছিল, তা দেয়নি। এটার একটা তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাচ্ছে বিসিবি।
২. স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি
স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টের জন্য পাঁচ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এটা নিয়ে যাচাই-বাছাই করেছে বিসিবি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো দুই-তিন দিন সময় লাগবে। এরপর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে চায় বিসিবি।
৩. আইসিসির দুর্নীতি দমন কমিশন
দেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ড প্রায়শই দেখা যায়। এসব থামাতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।