সমঝোতা মানেনি ক্রিকেটাররা, মাঠে গড়ায়নি বিপিএল

বিপিএল ক্রিকেটারদের বর্জনের কারণে মিরপুরে প্রথম ম্যাচ শুরু হয়নি; বিসিবির সমঝোতা ব্যর্থ হয়েছে। আজকের দিনের দ্বিতীয় ম্যাচও অনিশ্চিত।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

শঙ্কা দেখা দিয়েছিল গতরাতেই। সেই শঙ্কাই সত্য হলো, মাঠে গড়ায়নি বিপিএল। মাঠেই আসেননি ক্রিকেটাররা। খেলা শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খেলা মাঠে গড়ানোর কোনো আবহ নেই মিরপুরে।

সূচি অনুযায়ী দিনের প্রথম খেলা শুরু হওয়ার কথা দুপুর ১টায়। তবে আগের দিনেই খেলা বর্জনের ঘোষণা দেয়া ক্রিকেটাররা একই সময়ে ডেকেছেন সংবাদ সম্মেলন বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করবে কোয়াব।

ফলে আজ দিনের প্রথম খেলা হচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত। বিসিবি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও তাতে কান দিচ্ছেন না ক্রিকেটাররা। বিসিবি নানভাবে সমঝোতা করার চেষ্টা করলেও সেটি আলোর মুখ দেখেনি।

ফলে আজ বৃহস্পতিবার বিপিএলে ঢাকা পর্বের প্রথম ম্যাচ (চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস) মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। দিনের দ্বিতীয় ম্যাচ নিয়েও আছে শঙ্কা।