প্রথম বলেই উইকেট! আইএল টি-টোয়েন্টিতে স্মরণীয় অভিষেক মোস্তাফিজুর রহমানের। এরপর পেয়েছেন আরো এক উইকেট, পুরো ম্যাচেই করলেন দারুণ বোলিং। তবে দলকে জেতাতে পারেননি তিনি।
আইএল টি-টোয়েন্টির অভিষেকেই হার দেখতে হলো মোস্তাফিজকে। শনিবার দুবাই ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে গালফ জায়ান্টস। দুবাইয়ের দেয়া ১৬১ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় জায়ান্টস।
টসে হেরে ব্যাট করতে নেমে সম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেটে ১৬০ রান করে দুবাই। সেদিকুল্লাহ আতাল ২৫ বলে ২টি করে চার ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। সাথে ঝড় তুলেন জর্ডান কক্স। ১৭ বলে চার ছক্কায় ৩১ রান করেন তিনি।
এছাড়া ডেভিড উইলি ২৮ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৯, শানাকা ৯ বলে ২টি করে চার ছক্কায় ২৩ ও নিশাম ১৩ বলে ১৬ রান করেন। আজমতুল্লাহ ওমরজাই ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই জায়ান্টসের উদ্বোধনী জুটি ভেঙে দেন মোস্তাফিজ। প্রথম বলেই রহমানউল্লাহ গুরবাজকে (৯) ফেরান তিনি। তবে ধাক্কা সামলে বড় জুটি গড়ে তুলেন পাথুম নিশাঙ্কা ও জেমস ভিন্স।
৬০ বলে ৯৭ রানের এই জুটি ১২তম ওভারে এসে ভাঙেন মোস্তাফিজই। ৩১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলা নিশাঙ্কাকে থামান তিনি। ৯ ওভারে জয়েত জন্য তখনো ৬০ রান প্রয়োজন জায়ান্টসের।
তবে এরপর পরপর দুই ওভারে অধিনায়ক মঈন আলী (৫ বলে ২) ও আজমতউল্লাহ ওমরজাইকে (১২ বলে ১৪) ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শানাকা। ইনিংস বড় হয়নি টম মুরস (৩) ও গেরহার্ড এরাসমাসের (৩)।
তবে একপাশ আগলে রেখে দলকে জয়ের বন্দরে ভেড়ান ভিন্স। ৪৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। বৃথা যায় মোস্তাফিজের ২৬ রানে নেয়া ২ উইকেট।



