নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ

মোস্তাফিজ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা বাড়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকটে দল
বাংলাদেশ ক্রিকটে দল |সংগৃহীত

মোস্তাফিজ ইস্যুতে উত্তাপ বাড়ছে বাংলাদেশ-ভারতের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। নিরাপত্তা শঙ্কায় সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ রোববার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই ঘটনায় পুরো বাংলাদেশ দল পড়ে গেছে নিরাপত্তা শঙ্কায়। এমতাবস্থায় কঠিন সিদ্ধান্ত নিল বিসিবি।

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরই মাঝে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের।

সূচি অনুযায়ী বাংলাদেশ দলের সবগুলো ম্যাচই গড়াবে ভারতে, কলকাতা ও মুম্বাইয়ে। সেই লক্ষ্যে বিশ্বকাপের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করে বিসিবি।

তবে এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এক মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে পারেনি ভারত, সেখানে গোটা বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দেবে; তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।