১০ বার শূন্য রানে আউট বাবর, টি-২০ ক্রিকেটে লজ্জার রেকর্ড

বাবর অবশ্য একা নন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বার করে শূন্য রানে আউট হয়েছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার উমর আকমল এবং স্পিনার সাইম আয়ুবও। তাদের সাথে যৌথভাবে তালিকার শীর্ষে চলে এলেন বাবর।

নয়া দিগন্ত অনলাইন
বাবর আজম
বাবর আজম |ফাইল ছবি

লজ্জার রেকর্ড গড়লেন বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বৃহস্পতিবার শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এই ব্যর্থতায় তৈরি হয়েছে তার একটি লজ্জার রেকর্ড।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে দু’টি বল খেলেন বাবর। এই ম্যাচে শূন্য রানেই আউট হন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ১০ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়ে ফেললেন বাবর। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন তিনি।

বাবর অবশ্য একা নন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বার করে শূন্য রানে আউট হয়েছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার উমর আকমল এবং স্পিনার সাইম আয়ুবও। তাদের সাথে যৌথভাবে তালিকার শীর্ষে চলে এলেন বাবর।

তালিকায় তাদের পর চতুর্থ স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি। তিনি আটবার শূন্য রানে আউট হয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছেন আরো তিন ক্রিকেটার। কামরান আকমল, মোহাম্মদ নাওয়াজ এবং মোহাম্মদ হাফিজ সাতবার করে শূন্য রানে আউট হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে।

বাবরের ব্যর্থতার দিনে হারতে হয়েছে পাকিস্তানকেও। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৫ উইকেটে ১৮৪ রান। ৪৮ বলে ৭৬ রান করেন কামিল মিশ্র। ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ২৮ রানে ২ উইকেট নেন আবরার আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রানে শেষ হয় যায় পাকিস্তানের ইনিংস। অধিনায়ক সলমন আলি আঘা ৪৪ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। নাওয়াজ করেন ১৬ বলে ২৭। এছাড়া উসমান খান ২৩ বলে ৩৩ রান করেন।

শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ২০ রানে ৪ উইকেট নিয়েছেন। ৫৪ রানে ২ উইকেট ঈশান মালিঙ্গার।