নতুন ঠিকানায় মোস্তাফিজ

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মোস্তাফিজ। ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |সংগৃহীত

নতুন ঠিকানায় মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। আরব আমিরাতের এ লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন এই বাঁ-হাতি পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আইপিএল, পিএসএল, ইংলিশ কাউন্টিসহ খেলেছেন বিভিন্ন দেশের বেশ কয়েকটি লিগে। গায়ে চাপিয়েছেন ভিন্ন ভিন্ন জার্সি। এবার ডাক এসেছে আইএল টি-টোয়েন্টি থেকে।

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মোস্তাফিজ। ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন তিনি।

মোস্তাফিজুর রহমান গত আইপিএলে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। রেকর্ড ছয় কোটি ভারতীয় রুপিতে এই দলে যোগ দিয়েছিলেন। এবার একই ফ্র্যাঞ্চাইজির অধীনে আরব আমিরাতে খেলবেন মোস্তাফিজ।

ফ্র্যাঞ্চাইজিটি একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত এই আসরে খেলবেন মোস্তাফিজ।