হংকংয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার থাকার সম্ভাবনা বেশি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের কাছ থেকে ব্যাটিংটাও পাবে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ |পুরনো ছবি

এশিয়া কাপের ইতিহাসে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই ট্রফি উঁচিয়ে ধরার বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগাররা। সেই মিশন শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

তবে মাঠে নামার আগে বড় প্রশ্ন- কেমন হবে বাংলাদেশের একাদশ? সর্বশেষ তিন সিরিজে প্রায় প্রতি ম্যাচেই ভিন্ন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নামে টাইগাররা। যদিও তিনটা সিরিজই জিতেছে বাংলাদেশ।

ফলে তাদের থেকে সেরা একাদশ বের করা একটু কঠিনই হবে কোচ-অধিনায়কের জন্য। অবশ্য টপ অর্ডার নিয়ে ভাবনা নেই। তানজিদ হাসান ও পারভেজ ইমনের কাঁধেই থাকবে ওপেন করার দায়িত্ব।

এই দুই ওপেনার মিলে চলতি বছরে ছক্কা মেরেছেন ৪৫টি। যেখানে তানজিদের ছক্কা ২৩টি, পারভেজ মেরেছেন ২২টি। ফলে এই জুটিতে পরিবর্তন আসার সম্ভাবনা নেই মোটেও।

অধিনায়ক লিটন হচ্ছেন দলের তুরুপের তাস। দারুণ ছন্দে আছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের সেরা খেলোয়াড় লিটন সর্বশেষ নেদারল্যান্ডস সিরিজেও হয়েছেন সেরা খেলোয়াড়। নাম্বার তিনে তাই তার বিকল্প নেই।

চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান লিটনের। ১৫ ম্যাচে ৩২.০৭ গড়ে ৪১৭ রান করেছেন লিটন। ১৯ ছক্কা মারা লিটনের স্ট্রাইক রেটও ভালো—১৩৫.৩৮।

শঙ্কার জায়গা হলো- নাম্বার চার। সর্বশেষ ১২ ইনিংসে যেখানে তেমন কিছু করতে পারেননি তাওহীদ হৃদয়, নেই কোনো ফিফটিও। ফলে এই জায়গায় হৃদয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন সাইফ হাসান।

হৃদয়ের পর বাঁহাতি শামীম হোসেন ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী আছেন। দুজনেরই একাদশে জায়গা অনেকটাই নিশ্চিত। তবে কোনো উলট-পালট হলে এ জায়গায় আসবেন নুরুল হাসান সোহান।

সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বল হাতে দারুণ মেহেদী আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে এখনো নিজের ছাপ রাখতে পারেননি। স্ট্রাইক রেট মাত্র ১০০.২৫। অথচ ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত তিনি।

বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার থাকার সম্ভাবনা বেশি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের কাছ থেকে ব্যাটিংটাও পাবে বাংলাদেশ।

তবে এখানে রিশাদের প্রতিদ্বন্দ্বী হতে পারেন নাসুম আহমেদ। দারুণ ছন্দে আছেন এই স্পিনার। সব শেষ নেদারল্যান্ডস সিরিজেও বোলিং জাদু দেখিয়েছেন তিনি। ফলে একাদশে জায়গা পাবার দাবি রাখেন তিনি।

পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান। তানজিমের কাছ থেকেও ব্যাটিংও পাবে বাংলাদেশ। স্কোয়াডে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

তবে সাইফউদ্দিন থেকে তানজিম সাকিবকে নিয়েই বেশি ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। তা ছাড়া শরিফুল ইসলামও আছেন স্কোয়াডে।

সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হপাটওয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।