বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপ বর্জনের হুমকি

পাকিস্তানের এমন অকুণ্ঠ সমর্থনের ফলে পুরো টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা আরো ঘনীভূত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি নেই ৩ সপ্তাহও। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সঙ্কটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিলো পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা- এমন হুমকি দিয়েছে দেশটি।

রোববার জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। তবে এখনো আইসিসির সবুজ সঙ্কেত পাওয়া যায়নি।

উল্টো বাংলাদেশকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখেনি আইসিসি। এমনকি শনিবার বাংলাদেশে প্রতিনিধিও পাঠায় তারা। তবে মন গলেনি বিসিবি কর্তাদের।

এদিকে ভারত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত পাকিস্তান।

জিও নিউজ জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে আইসিসি কোনো সমাধান না আনতে পারলে, বাংলাদেশের পক্ষ নেবে তারা।

এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেও জানিয়ে দিয়েছে পাকিস্তান। সেই সাথে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে।

তাদের ভাষ্যে- ‘ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ এবং এই ক্ষেত্রে কেউ তাদের জোর করতে পারে না। আমরা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করি। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে আমাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করব।’

পাকিস্তানের এমন অকুণ্ঠ সমর্থনের ফলে পুরো টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা আরো ঘনীভূত হচ্ছে।