আইসিসির সাথে মিটিংয়ের পরও ভারত না যেতে অনড় বিসিবি

অন্যদিকে আইসিসিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। তবে সূচি ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে আইসিসি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আজ আইসিসির সাথে বিশেষ আলোচনা সভায় বসে বিসিবি। তবে দীর্ঘ এই সভাতেও অনিশ্চয়তা কাটেনি। সুরাহা হয়নি বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয়া শঙ্কার। বাড়ছে অপেক্ষা।

আগেই জানা গিয়েছিলো আজ (মঙ্গলবার) আইসিসির সাথে আলোচনায় বসবে বিসিবি। আলোচনা শেষ হলেও সমাধান আসেনি। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা শঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর ব্যাপারে পুরনো সিদ্ধান্তেই অটল আছে।

সেই সাথে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়ার প্রস্তাব ফের আইসিসিকে দিয়েছে বিসিবি। ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই গুরুত্ব দিচ্ছে তারা।

অন্যদিকে আইসিসিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। তবে সূচি ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে আইসিসি।

এমতাবস্থায় সমাধান আসতে অপেক্ষা বাড়ছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আইসিসির নির্বাহী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির সাথে আজকের এই সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো: সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।