যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

নম্বর পাঁচে কে খেলবেন, তা নিয়ে লড়াই হবে জাকের আলি, নুরুল হাসান সোহান ও তাওহীদ হৃদয়ের মাঝে। যাদের প্রত্যেকের আছে ভালো করার সামর্থ্য। যদিও শেষ সিরিজটা ভালো যায়নি জাকের ও হৃদয়ের, সোহান ছিলেন মন্দের ভালো।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ দল
বাংলাদেশ দল |সংগৃহীত

আজ মাঠে গড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।

তবে মাঠে নামার আগে বড় প্রশ্ন, কেমন হবে একাদশ? সাগরিকার রান প্রসবা মাঠে স্বাভাবিকভাবেই ভাগ্য গড়ে দেবেন ব্যাটাররা। বড় দায়িত্ব নিতে হবে তাদেরই, যদিও মিডল অর্ডার নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে বাংলাদেশ।

দেশের ইতিহাসে এ বছর সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে বাংলাদেশ। দলের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডের তালিকায় থাকা প্রথম তিনজনের সবাই কীর্তিটা গড়েছেন চলতি বছর। তারা সবাই ব্যাট করেন টপ অর্ডারে।

তানজিদ তামিম ২১ ম্যাচে ৩০টি ও পারভেজ ইমন ১৯ ম্যাচে ২৮টি ছক্কা মেরেছেন। আর সাইফ হাসান মাত্র ১০ ম্যাচেই ২৪ ছক্কা মেরে তিনি আছেন ৩ নম্বরে। আজ বাংলাদেশ দলের প্রথম তিনে থাকতে পারেন তারা তিনজনই।

চারে দেখা যেতে পারে অধিনায়ক লিটন দাসকে। এক সিরিজ পর আবারো দলে ফিরছেন তিনি। শেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি। তার জায়গায় নিজেকে মেলে ধরেন সাইফ। ফলে পজিশন বদলাতে হচ্ছে তাকে।

নম্বর পাঁচে কে খেলবেন, তা নিয়ে লড়াই হবে জাকের আলি, নুরুল হাসান সোহান ও তাওহীদ হৃদয়ের মাঝে। যাদের প্রত্যেকের আছে ভালো করার সামর্থ্য। যদিও শেষ সিরিজটা ভালো যায়নি জাকের ও হৃদয়ের, সোহান ছিলেন মন্দের ভালো।

ছয় নম্বরে শামিম পাটোয়ারী থাকছেন নিশ্চিতভাবেই। সাতে রিশাদ হোসেন ও ৮ নম্বরে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। সেক্ষেত্রে শেখ মেহেদীকে বসে থাকতে হতে পারে বেঞ্চে। যদিও ক্যারিবীয়দের বিপক্ষে শেষ সিরিজের সেরা ক্রিকেটার ছিলেন তিনি।

কন্ডিশন বিবেচনায় রাতে শিশিরের কথা ভেবে ৩ পেসার নিতে পারে বাংলাদেশ। ফলে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে দেখা যেতে পারে তানজিম সাকিবকে। অন্যথায় সুযোগ হতে পারে শেখ মেহেদীর।

সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।