এবার মুখ খুললেন মঞ্জুরুল ইসলাম। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের যে অভিযোগ এনেছেন জাহানারা আলম, তা মিথ্যা দাবি করেছেন। জানিয়েছেন তদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত তিনি।
সম্প্রতি জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন জাহানারা আলম। তার ক্যারিয়ার থমকে যাওয়ার পেছনেও মঞ্জুরুলের ভূমিকা ছিল বলে দাবি করেন জাহানারা।
এ সব অভিযোগ প্রকাশ্যে আসার পর গত রাতেই তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে চুপ ছিলেন মঞ্জুরুল। তবে এবার মুখ খুললেন বর্তমানে চীনে অবস্থান করা সাবেক এই ক্রিকেটার।
জাহানারার অভিযোগের প্রতিক্রিয়ায় বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে বার্তা সংস্থা এএফপিকে মঞ্জুরুল বলেন, ‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।’
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নিয়ে কথা বলেছেন মঞ্জুরুল। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।’
মঞ্জুরুল আরো বলেন, ‘অভিযোগের পর বিসিবি জানিয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলোও মোকাবেলা করব এবং আমার বক্তব্য তুলে ধরব। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।’
এছাড়া তিনি আরো যোগ বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সে সময় পর্যন্ত অনুমাননির্ভর কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সাথে কথা বলব।’



