২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক এখন আর আগের মতো নেই। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি হয়েছে এই সময়ে। বিরাজ করছে উত্তেজনা।
যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই আছে শঙ্কা। এবার দুই দেশের সম্পর্কের অবনতিতে ক্রীড়া সরঞ্জাম শিল্পে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলো বাংলাদেশী ক্রিকেটারদের সাথে তাদের স্পন্সরশিপ চুক্তি থেকে সরে আসছে।
খ্যাতনামা ব্র্যান্ড ‘এসজি’ তাদের চুক্তি নবায়ন প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। একই পথে হাঁটছে ‘এসএস’ও। এসএস বাংলাদেশে তাদের পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশের অনেক ক্রিকেটারকেই স্পন্সর করে ভারতীয় এই দুই কোম্পানি। লিটন দাসের ব্যাটের স্পন্সর ‘এসজি’ (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস)। ইয়াসির আলী, মুমিনুল হকও একই ব্রান্ডের ব্যাট ব্যবহার করেন।
এছাড়া মুশফিকুর রহিম ব্যাটে ব্যবহার করেন ভারতের ‘এসএস’ কোম্পানির স্টিকার। একাধিক ক্রিকেটারের ব্যাটে থাকে ‘এসএস’ কোম্পানির স্টিকার। তবে তাদের সাথে প্রতিষ্ঠানগুলো চুক্তি নবায়ন করবে না বলে জানা গেছে।



