মেসি-রোনালদোকে নিয়ে সর্বকালের সেরা একাদশ সাজালেন হামজা

গোলরক্ষক হিসেবে হামজা রেখেছেন ম্যানুয়েল নয়ারকে। রক্ষণভাগে তার ভরসা দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক আর রবার্তো কার্লোস। মধ্যমাঠে হামজা রেখেছেন জিনেদিন জিদানকে।

নয়া দিগন্ত অনলাইন
হামজা চৌধুরী
হামজা চৌধুরী |ইন্টারনেট

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী নিজের সর্বকালের সেরা স্বপ্নের একাদশ সাজিয়েছেন। তার পছন্দের একাদশে জায়গা হয়নি দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার। তবে হামজার পছন্দের একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তার দলে কোচ হিসেবে বেছে নিয়েছেন পেপ গার্দিওলাকে।

গোলরক্ষক হিসেবে তিনি রেখেছেন ম্যানুয়েল নয়ারকে। রক্ষণভাগে তার ভরসা দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক আর রবার্তো কার্লোস। মধ্যমাঠে হামজা রেখেছেন জিনেদিন জিদানকে।

তার সাথে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও কান্তে। আর আক্রমণভাগে দুই প্রান্তে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মূল স্ট্রাইকার হিসেবে থাকছেন রোনালদো নাজারিও।

৪-৩-৩ ফরমেশনে মূলত দলটা সাজিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার স্বপ্নের একাদশের খেলোয়াড়দের নাম।

হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশ

ম্যানুয়েল নয়্যার, দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, এনগোলো কান্তে, লিওনেল মেসি, রোনালদো নাজারিও ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

কোচ - পেপ গার্দিওলা।