১৩৬ রানের সহজ লক্ষ্যটাও কঠিন হয়ে উঠেছে। প্রথম ওভারে পারভেজ ইমনের উইকেট হারানোর পর ৪.২ ওভারে তাওহীদ হৃদয়কে হারায় বাংলাদেশ। তবে বড় ধাক্কা আসে পরের ওভারে, ফিরেছেন সাইফ হাসান।
রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট দিয়ে আসেন পারভেজ ইমন। রানের খাতা খোলার আগে ফিরেন তিনি, ১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তবে সাইফ হাসান ধরেন হাল।
আগের দুই ম্যাচে ফিফটি হাঁকানো সাইফ আজো দেখেশুনেই খেলতে থাকেন। সাথে ছিলেন তাওহীদ হৃদয়। তবে জুটি জমেনি। ৪.২ ওভারে শাহিন ফেরান হৃদয়কে, ১০ বলে ৫ করে আউট হন হৃদয়।
চারে নামেন শেখ মেহেদী। তবে তাকে রেখে ৫.১ ওভারে ফিরেছেন সাইফ। পাঁচে নেমে এসেছেন নুরুল হাসান সোহান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৬/৩। জয়ের জন্য এখনো চাই ৮৪ বলে ১০০।