ক্রিকেটারদের পাকিস্তানে থাকতে কড়া নির্দেশ লঙ্কান বোর্ডের

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরে থাকা খেলোয়াড় ও স্টাফদের দেশে ফেরার ইচ্ছার মধ্যেই নির্ধারিত সূচি অনুযায়ী থাকার কড়া নির্দেশ দিয়েছে; সিরিজের বাকি দুই ম্যাচ এক দিন পিছিয়ে অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কা ক্রিকেট দল
শ্রীলঙ্কা ক্রিকেট দল |সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরই মাঝে খেলে ফেলেছে প্রথম ম্যাচ। তবে নিরাপত্তা শঙ্কায় সিরিজের বাকি খেলাগুলো মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সেই শঙ্কা এখন উবে গেছে। নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান সফর স্থগিত করে দেশে ফিরতে চাওয়া খেলোয়াড় ও সহকারী স্টাফদের কড়া সতর্কবার্তা জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালায় দুষ্কৃতকারীরা। এমন ঘটনায় নিরাপত্তাজনিত উদ্বেগের দেখিয়ে শ্রীলঙ্কার একাধিক খেলোয়াড় দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বার্তাসংস্থা এএফপি জানায় শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন।

যদিও তাদের আশ্বস্ত করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সবধরনের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সেই সাথে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এসএলসি। দিয়েছে কড়া সতর্কবার্তাও। দু’দফা বৈঠক হলেও সিদ্ধান্তে বদল আসেনি।

বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘যদি কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য বোর্ডের নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে, তবে তাদের কর্মকাণ্ড মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

অবশ্য এমতাবস্থায় সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে। সিরিজের বাকি দুই ওয়ানডে এক দিন করে পিছিয়ে দেয়া হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী ১৩ ও ১৫ তারিখের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর।