গুঞ্জন ছিলো আগে থেকেই, হলোও তাই। ডামাডোল পেটালেও বিপিএলে নেই আইএমজি। এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে ছাড়াই মাঠে গড়াচ্ছে বিপিএলের আগামী আসর।
বেশ আলোচনার জন্ম দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছিল আইএমজি। তিন বছরের জন্য তাদের সাথে চুক্তি করে বিসিবি।
তবে চুক্তি হলেও শুরু হচ্ছে না আনুষ্ঠানিকতা। জানা গেছে- আইএমজিকে পেতে করতে হবে অপেক্ষা। চুক্তিটা কার্যকর হবে পরের বিপিএল থেকে। ফলে ২০২৫/২৬ আসর মাঠে গড়াবে বিসিবি’র তত্ত্বাবধানেই।
বুধবার বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিসিবি। সেখানে জানানো হয়েছে- আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে আগামী বিপিএল। আসরের পর্দা নামবে ১৬ জানুয়ারি
৬ দল নিয়ে হবে এবারের বিপিএল নিলাম। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। বাকি পুরনো দলগুলোর মাঝে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নতুন করে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
এদিকে কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের নিলাম। নিলামের জন্য ইতোমধ্যে পাঁচ শতাধিক বেশী-বিদেশী ক্রিকেটার নিবন্ধন করেছেন।
তবে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশী ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু।
বিপিএল নিলামে ২৫০ জন বিদেশীকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার। এ ছাড়া ‘বি’ ২৬ হাজার, ‘সি’ ২০ হাজার, ‘ডি’ ১৫ হাজার ও ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার।
ক্যাটাগরি অনুসারে- যথাক্রমে প্রতিডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার ও ১ হাজার ডলার। দেশী ক্রিকেটার হিসেবে কতজন নিলামের জন্য নিবন্ধন করেছেন সেটা এখনো জানায়নি বিসিবি।
নিলামের আগে অবশ্য দুজন দেশী ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। সমান ২ জন করে বিদেশী ক্রিকেটারও আগেভাগেই নিশ্চিত করতে পারবে দলগুলো।
একজন ‘এ’ ক্যাটাগরির ও অন্যজন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত ১২ ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা।
এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা ও এফ ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ হাজার টাকা।
বুধবার বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিসিবি। সেখানে জানানো হয়েছে ৬ দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে।



