১৬৯ রানের বড় লক্ষ্য। ফলে ভিতটা গড়ে দিতে হতো ওপেনারদের। তবে পারেননি তানজিদ তামিম, প্রথম ওভারেই নুয়ান থুসারার উইকেট দিয়ে ফেরেন ০ রানে। ১ রানে ভাঙে উদ্বোধনী জুটি।
তবে ভুল করেননি সাইফ হাসান। লিটন দাসকে নিয়ে ধরেন ইনিংসের হাল। দু’জনের যুগলবন্দীতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়েই আসে ৫৯ রান।
জয়ের জন্য যখন ৮১ বলে ১০৮ রান দরকার বাংলাদেশের, তখন ফিরলেন লিটন দাস। অধিনায়ক ফেরেন ১৬ বলে ২৩ করে। তবে সাইফ মাঠে আছেন ২১ বলে ৩৫ রান নিয়ে।
এই মুহূর্তে সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৬২। এখনো চাই ৭৮ বলে ১০৭ রান।
এর আগে, সুপার ফোরের প্রথম ম্যাচে আজ শনিবার দুবাইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে লঙ্কানরা। ৩৭ বলে ৬৪ করে অপরাজিত থাকেন দাসুন শানাকা।