জয় দিয়ে বছর শেষ হলো ব্রাজিলের

সেনেগালকে ২-০ ব্যবধানে হারিয়ে বছরের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। এস্তেভাও ও ক্যাসেমিরোর গোলে ভাঙল সেনেগালের ২৫ ম্যাচের অপরাজেয় ধারা।

নয়া দিগন্ত অনলাইন
সেনেগালকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল
সেনেগালকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল |সংগৃহীত

বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙালো ব্রাজিল। সেনেগালকে হারিয়ে নিলো প্রতিশোধ। আড়াই বছর আগে সবশেষ দেখায় প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে ৪-২ ব্যবধানে হেরেছিল সেলেসাওরা।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এস্তেভাও উইলিয়ান ও ক্যাসেমিরো জালের দেখা পান।

সব মিলিয়ে আফ্রিকার দেশটির বিপক্ষে তিন ম্যাচে যা ব্রাজিলের প্রথম জয়। ২০১৯ সালে প্রথম দেখায় ম্যাচটা ১-১ সমতায় ড্র হয়। অন্যদিকে এই হারে থামল সেনেগালের টানা ২৫ ম্যাচের অপরাজেয় যাত্রা।

এদিন শুরু থেকেই একের পর এক আক্রমণের ঢেউয়ে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে থাকেন ভিনিসিউস জুনিয়র-রদ্রিগোরা। জয়ের ব্যবধানটা হতে পারত আরো বড়। অনেক সুযোগ হয়েছে হাতছাড়া।

২৮ মিনিটে সফলতা আস এস্তেভাওয়ের সৌজন্যে। কাসেমিরোর বাড়ানো পাস প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক বদলায়, বল চলে যায় বক্সের ভেতরে থাকা এস্তেভাওয়ের কাছে। যা জালে জড়াতে ভুল করেননি তিনি।

এর ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। বক্সের খানিকটা বাইরে থেকে রদ্রিগোর নেয়া ফ্রি-কিক ক্রস দেখেশুনে কোনাকুনির শটে জালে জড়ান এক মিডফিল্ডার।

৪৫তম মিনিটে গোল শোধের সুযোগ এসেছিল সেনেগালের সামনে। তবে ব্রাজিলের রক্ষণের নৈপুণ্যে একাধিকবার শট নিয়েও ব্যর্থ হয় সেনেগালিজরা। যোগ করা সময়ের তাদের হতাশ করেন ব্রাজিল গোলরক্ষক এডারসন।

৫০ মিনিটে এডারসনকে বোকা বানিয়ে ম্যাচে ফেরার খুব কাছেই ছিপ সেনেগাল। তবে শেষ মুহূর্তে ইলিম্যান এনদিয়ায়ে বলের দিক পরিবর্তন করে দেন। বেঁচে যায় ব্রাজিল। সুযোগ অবশ্য তারাও পেয়েছে অনেক।

৬১ মিনিটে রদ্রিগোর শট বার ঘেঁষে চলে যায়। আর ৭০ মিনিটে গোল পেতে পেতেও পাওয়া হয়নি ব্রাজিলের। গোলমুখে ভিনি পাস দিয়েছিলেন এস্তেভাওকে। তবে তার নাগাল পাওয়ার আগেই কর্নারের বিনিময়ে তা ক্লিয়ার করে নেন জ্যাকবস।

শেষ পর্যন্ত দু’দলের কেউ আর জালের দেখা পাননি। ফলে ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।