সুপার ফোরে ভিন্ন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। দিতে হবে বড় পরীক্ষা। পরপর দুই দিন মাঠে নামতে হচ্ছে টাইগারদের, ২৪ ঘণ্টার মধ্যে খেলবে দু’টি ম্যাচ। তবুও আবার ভারত ও পাকিস্তানের বিপক্ষে!
এমনিতেই বড় প্রতিপক্ষ। অর্জন, শক্তিমত্তা ও পরিসংখ্যান- সব দিক থেকেই ঢের এগিয়ে ভারত, পাকিস্তান। এশিয়া কাপের সর্বকালের সেরা দল ভারত, শিরোপা জিতেছে আটবার। পাকিস্তানেরও আছে দু’টি। অথচ তাদের বিপক্ষেই টানা খেলতে হচ্ছে।
আজ বুধবার ভারতের সাথে খেলার পর কাল খেলতে নামে পাকিস্তানের বিপক্ষে। অর্থাৎ বিশ্রামের জন্য ১৮ ঘণ্টার বেশি সময় পাবেন না টাইগাররা।
সুপার ফোরে একমাত্র বাংলাদেশই পরপর দুই দিনে দু’টি ম্যাচ খেলছে। যা আইসিসির সূচি বৈষম্য নিয়ে প্রশ্ন তুলে। প্রতিপক্ষ আর পরিস্থিতি বিবেচনায় যা সত্যিকার অর্থেই বড় চ্যালেঞ্জ। যদিও বিষয়টা মেনে নিতেই হয়েছে।
তবে গতকাল মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন সূচি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘টানা দু’টি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা কোনো ভালো বিষয় নয়, তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু টানা দুই দিনে দু’টি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে, কাজটা তার চেয়ে অনেক কঠিন।’