ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল

‘আমরা অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

নয়া দিগন্ত অনলাইন
ধর্মশালায় গতকাল বাতিল হওয়া ম্যাচটিসহ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ হয়েছে
ধর্মশালায় গতকাল বাতিল হওয়া ম্যাচটিসহ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ হয়েছে |সংগৃহীত

ভারত-পাকিস্তান সংঘাতে বড় ক্ষতি হয়ে গেল আইপিএলের। সংঘাতময় এমন পরিস্থিতিতে স্থগিত হলো খেলা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবারের আসর।

নিরাপত্তার কারণে বৃহস্পতিবার মাঝপথেই দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এরপর থেকেই গুঞ্জন উঠে, আদৌ কি আইপিএলের বাকি অংশের ম্যাচ অনুষ্ঠিত হবে কি-না।

অবশেষে সিদ্ধান্ত এলো আজ শুক্রবার। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই আইপিএল স্থগিত করার বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

তবে ঠিক কবে এই স্থগিত সিদ্ধান্ত থেকে সরে আসবে তা নিশ্চিত হয়নি। বলা হয়, ‘টুর্নামেন্টটি পরে শুরু করা যাবে কি-না আর করলে সেটা কখন, এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিবো। এ মুহূর্তে জাতীয় স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অবশ্য এমনটাই হবার ছিলো। সংঘাত যেভাবে বিস্তৃত হচ্ছে, কখন কি ঘটে যায় তা অনুমানের বাইরে। বিশেষ করে গতকাল খেলা শুরুর পর হঠাৎই খেলা বন্ধ করে দেয়ার পর ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। গতকালের ম্যাচ বাতিলের পর দুই দলের ক্রিকেটারদের বিশেষ ট্রেনে দিল্লিতে নিয়ে যাওয়া হয়, যা ভালো লক্ষ্মণ নয়।

এর মাঝে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড বলছে, আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা দেশে ফিরতে প্রস্তুত।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াও জানিয়েছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিদেশী খেলোয়াড়েরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সব মিলিয়ে খেলা চালিয়ে যাবার সাহস দেখায়নি বিসিসিআই।

উল্লেখ্য, ধর্মশালায় গতকাল বাতিল হওয়া ম্যাচটিসহ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ হয়েছে। তবে গ্রুপপর্বে এখনো ১২টি ম্যাচ বাকি। তাছাড়া প্লে অফের ৩ ম্যাচসহ ফাইনালও রয়েছে।