নারী বিশ্বকাপের প্রাইজমানি ছেলেদের বিশ্বকাপ থেকেও বেশি!

এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। সর্বশেষ ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল |ইন্টারনেট

নারী বিশ্বকাপের প্রাইজমানিতে বড়সড় চমক উপহার দিলো আইসিসি। এক ধাক্কা বাড়ানো হলো চারগুণ প্রাইজমানি। পুরস্কারের অঙ্কটা ছেলেদের বিশ্বকাপের চেয়েও বেশি!

চলতি মাসের ৩০ তারিখ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবরের ২ তারিখ পর্দা নামবে এই টুর্নামেন্টের। বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। সর্বশেষ ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি।

অবাক করা তথ্য হলো, নারীদের এই বিশ্বকাপের পুরস্কার অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবার পুরুষদের আসরে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৪৯.২৮ কোটি টাকা। অথচ গত ২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১.৩২ মিলিয়ন ডলার বা ১৪.৫২ কোটি টাকা।

রানার্স আপ দলের পকেটেও ঢুকবে বিশাল অঙ্কের অর্থ। তারব ২.২৪ মিলিয়ন ডলার বা ২৪.৬৪ কোটি টাকা। আর সেমিফাইনালে খেলা বাকি দু’দল পাবে ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা) করে।

সব মিলিয়ে বিশ্বকাপের প্রাইজমানি এতোটাই বাড়ানো হয়েছে যে, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কেউ যদি সব ম্যাচ হেরেও যায়, তবু বিশ্বকাপ থেকে তারা প্রায় ৬ কোটি টাকা পাবে।

বিশ্বকাপে অংশ নেয়া সব দলের জন্য নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ ডলার বা দু’কোটি ৭৫ লাখ টাকা পুরস্কার। আর সপ্তম ও অষ্টম হওয়া দলকে দেয়া হবে আরো দু’লাখ ৮০ হাজার ডলার।

অর্থাৎ সব ম্যাচ হারলেও এই পাঁচ লাখ ৩০ হাজার ডলার অর্থ পুরস্কার নিশ্চিত যে কোনো দলের জন্য। আর প্রতিটি জয়ের জন্য দেয়া হবে ৩৪ হাজার ৩১৪ ডলার বা ৩৭.৭৫ লাখ টাকা।

গ্রুপ পর্ব শেষে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে সাত লাখ ডলার সাত কোটি ৭০ লাখ টাকা করে।