বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। এবারের আসরে তাই দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। তবে বিশ্বকাপে খেলার সামান্য সম্ভাবনা এখনো আছে।
তবে বিশ্বকাপ খেলতে যে পথে হাঁটতে হবে, তা বড় দৃষ্টিকটু। অনেকটা প্রতারণাই হবে বলা যায়। কেননা পাকিস্তান দল বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেই কেবল বিশ্বকাপে খেলতে পারবে টাইগাররা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে বাংলাদেশকে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কায়, পাকিস্তানের বদলে।
এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমটি লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’
তবে এমন প্রতিবেদনে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন করে ভাববে। কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বর্জন করবে, তারাই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায় সেটা হবে তাদের জন্য বড় ধাক্কা।
অন্যদিকে যদি বাংলাদেশও সেই সুযোগ লুফে নেয়, তবে তা হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতারণা। কেননা বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না বলেই, বিশ্বকাপ থেকে সরে যেতে চাচ্ছে পাকিস্তান।
এমতাবস্থায় পাকিস্তানের সামনে নতুন এই সমীকরণ প্রকাশ করে ম্যান ইন গ্রিনদের অনেকটাই চাপে ফেল দিল আইসিসি। এখন দেখার অপেক্ষা, পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়!
এদিকে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তাহলে কঠিন শাস্তির মুখে পড়বে তারা। যা জানিয়েছে আইসিসি। এমনও হতে পারে, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে তারা।



