অলিখিত ফাইনাল জিতে সিরিজ পাকিস্তানের

সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। একই সাথে সিরিজ জিতে নিল ২-১ ব্যবধানে।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজ জেতার পর পাকিস্তান দলের উদযাপন
সিরিজ জেতার পর পাকিস্তান দলের উদযাপন |ইন্টারনেট

সিরিজের প্রথম দু’ম্যাচে সমান একটি করে জয় থাকায় শেষ ম্যাচটা রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। সেই ফাইনালে সুখের হাসি পাকিস্তানের। অন্যদিকে আরো একবার সিরিজ হারের তিক্ত স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। একই সাথে সিরিজ জিতে নিল ২-১ ব্যবধানে।

টস জিতে আগে ব্যাট করে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ১৭তম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দু’জনের জুটিতে আসে ১৩৬ রান। ফিফটিও তুলে নেন দু’জনই।

ফারহান ৫৩ বলে ৫ ছক্কায় ৭৪, সাইম ৪৯ বলে ২ ছক্কা ও ৬ চারে করেন ৬৬ রান। শেষ দিকে হাসান নেওয়াজের ৭ বলে ১৫ ও খুশদিল শাহর ৬ বলে ১১ রান করলে ২০০ কাছাকাছি পৌঁছায় পাকিস্তান।

রান তাড়ার শুরুটা ভালোই করেছিল ক্যারিবীয়রা। ১ উইকেট হারালেও পাওয়ার প্লেতেই তোলে ৫৯ রান। জুয়েল এন্ড্রো ১৫ বলে ২৪ করে আউট হোন। তবে অ্যালিক আথানেজ তুলে নেন ফিফটি।

৪০ বলে ৬০ রান করে আউট হোন অ্যালিক। তবে হাল ধরেন শেরফানে রাদারফোর্ড। যদিও অন্য প্রান্ত থেকে তেমন সাপোর্ট পাননি তিনি। একটা সময় শেষ ৪ ওভারে তাদের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ছয় উইকেট।

তবে এরপরই ম্যাচে ফিরে পাকিস্তান। ১৭তম ওভারে হারিস রউফ আট রান দিলেও শেষ বলে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন ১২ বলে ১৫ রান করা চেজ। পরের ওভারে সুফিয়ান দেন মাত্র ৩ রান, ফেরান জেসন হোল্ডারকে।

তবে তখনো জয়ের আশা হিসেবে ছিলেন রাদারফোর্ড। ১৯তম ওভারে ১৩ রান নেয় ক্যারিবীয়রা। শেষ ওভারে তাই প্রয়োজন ছিল ২৫ রানের। তবে সেই সমীকরণ মেলানো যায়নি, দ্বিতীয় বলেই ফেরেন রাদারফোর্ড।

৩৫ বলে ৫১ করে আউট হন রাদারফোর্ড। এরপর শেষ ৪ বলে গোদাকেশ মোতি ১০ রান নিলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।