পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে বড় সুসংবাদ পেলেন বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানের ভক্তরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ডেইলি জংগ জানিয়েছে, পিএসএলের ১১তম আসরে খেলার জন্য ১০ জন বাংলাদেশী ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন, তার মধ্যে অন্যতম নাম মোস্তাফিজুর রহমান।
এজন্য পিএসএল মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা প্রকাশ করেছে। তাদের অফিসিয়াল এক্স একাউন্টে জানিয়েছে, এইচবিএল পিএসএলে মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা।
পিএসএলে রেজিস্ট্রেশনকারী বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তানজিদ হাসান।
আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বিদেশী খেলোয়াড়দের রেজিস্ট্রেশন জারি থাকবে।



