ভারতে বিশ্বকাপ খেলা প্রসঙ্গে বিসিবিকে যে পরামর্শ দিলেন তামিম

‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি আপনার প্রথম মন্তব্যের কী ব্যাখ্যা দেবেন। এজন্য আমার মনে হয় আপনারা ভেতরে ভেতরে আগে সিদ্ধান্ত নেন, তারপর ডিসিশন যা-ই হোক।’

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল |সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় তার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। অন্যথায় দিয়েছে বিশ্বকাপ না খেলার হুমকি।

তবে লজিস্টিক জটিলতায় একমাস আগে এমন সিদ্ধান্ত নেয়া প্রায় অসম্ভব। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। তবে তামিম ইকবাল মনে করেন, যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে দেশের ক্রিকেটের লাভ চিন্তা করা উচিত।

সেইসাথে আলোচনা করে সমাধান করার পরামর্শও দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘পৃথিবীতে অনেক কিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আলোচনাটা আপনারা শুরু করেন, কথা বলেন। ওইভাবে সমাধান হলে সবচেয়ে ভালো।’

এরপর এ প্রসঙ্গে বারবার বিসিবি কর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলা নিয়েও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘আলোচনা করার পর একটা ফাইনাল মন্তব্য করেন, সেটা পাবলিককে জানান।’

‘আপনি যদি প্রত্যেকটা স্টেপ পাবলিককে জানান, তাতে খামাখা একটা আনসার্টেন্সি (অনিশ্চয়তা) তৈরি হয়। এখন যেটা হয়েছে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই বলেন তিনি।

এমতাবস্থায় সিদ্ধান্ত পরিবর্তন হলে বিসিবি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে মনে করেন তামিম। চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষয় নিয়ে মুখ খোলা উচিত নয় বলে পরামর্শ দিয়ে তামিম বলেন–

‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি আপনার প্রথম মন্তব্যের কী ব্যাখ্যা দেবেন। এজন্য আমার মনে হয় আপনারা ভেতরে ভেতরে আগে সিদ্ধান্ত নেন, তারপর ডিসিশন যা-ই হোক।’

‘আমি আশা করব, যা হয় যেন বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য হয়। সবচেয়ে আগে এটাই চিন্তা করতে হবে। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। চিন্তা করে সিদ্ধান্ত নেয়া উচিত।’