একসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত মুখ থাকলেও এখন আর দেখা যায় না সাকিব আল হাসানকে। এবার তো নিলামেই নাম উঠছে না তার। প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিবের।
২০২৬ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ১৪টি দেশের ১ হাজার ৩৫৫ জনের বিশাল তালিকা থেকে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ৩৫০ জন। বাদ গেছেন ১ হাজার ৫ জন।
নিলামে আছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। যেখানে জায়গা হয়নি সাকিব আল হাসানের। প্রাথমিক তালিকায় ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় ঠাঁয় হয়নি তার।
বাংলাদেশের সাতজনের মাঝে আছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও এখনো জাতীয় দলে অভিষেক না হওয়া রাকিবুল হাসান।
নিলামে সর্বোচ্চ ২ কোটি তার ভিত্তিমূল্য ধরা রাখা হয়েছে আইপিএলের নিয়মিত মুখ মোস্তাফিজের। এ পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। সবশেষ গত আসরে খেলেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠেয় নিলামে তাসকিন, তানজিম সাকিব, শরীফুল ও নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রূপি। আর রাকিবুলের ভিত্তিমূল্য সর্বনিম্ন ৩০ লাখ রূপি।
এবারের নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। এর মাঝে বিদেশী ক্রিকেটার হতে পারেন মাত্র ৩১ জন।



