আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের দল ঘোষণা, ডাক পেলেন সাইফ হাসান

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ঠাঁই হয়েছে তার। এশিয়া কাপে ভালো করার ফল পেলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
সাইফ হাসান
সাইফ হাসান |সংগৃহীত

জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন পাঁচ বছর, এর মাঝে ছয় টেস্ট আর ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কখনো ওয়ানডের জন্য বিবেচিত হননি সাইফ হাসান। তবে সেই অপেক্ষা ঘুচছে এবার।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ঠাঁই হয়েছে তার। এশিয়া কাপে ভালো করার ফল পেলেন তিনি।

চলতি টি-টোয়েন্টি সিরিজ শেষে মাসের শেষ দিকে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার জন্য শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

অবশ্য ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সাইফ হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে ১৫ ইনিংসে ৫ ফিফটিতে ৪৯.৫৪ গড়ে করেন ৫৪৫ রান।

সাইফ ছাড়া দলে নেই আর কোনো চমক। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। আর চোটের কারণে নেই লিটন কুমার দাস।

আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :

মেহেদী মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।