১৯০ রানের লক্ষ্য। আবুধাবিতে এতো কম রানের পুঁজি নিয়ে আগে জিততে পারেনি কোনো দল। তবে সহজ এই লক্ষ্যটাই কঠিন হয়ে উঠেছে। রান পঞ্চাশ পেরোনোর আগেই ধুঁকছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারেই ফেরেন তানজিদ তামিম। কোনো রান যোগ করার আগেই উইকেট দিয়ে আসেন আজমতুল্লাহ ওমরজাইকে। ৪.৫ ওভারে রান আউট হন নাজমুল হোসেন শান্ত।
ওভারের প্রথম ৪ বলে কোনো রান আসেনি। পঞ্চম বলে স্ট্রাইক রোটেড করতে গিয়ে ২ রানের চেষ্টায় ছিলেন শান্ত ও সাইফ হাসান। সেই চেষ্টা করতে গিয়েই উইকেট দিয়ে ফিরেন সাবেক এই অধিনায়ক।
পরের ওভারে এসে দারুণ খেলতে থাকা সাইফকে ফেরান ওমরজাই। টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করেন তিনি, তবে এরপর আবার চড়াও হতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন।
৪০ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় দলের রান পঞ্চাশে পৌঁছুতেই। দলের দুঃসময়ে এদিন আর হাল ধরতে পারেননি অধিনায়ক মেহেদী মিরাজ (৪)। তিনিও ওমরজাইয়ের শিকার।
এই মুহূর্তে ১২ ওভার শেষে দলের সংগ্রহ ৫৮/৪। তাওহীদ হৃদয় ২১ বলে ১১ ও জাকের আলি ব্যাট করছেন ৭ রানে। জয়ের জন্য এখনো চাই ১৩২ রান। হাতে আছে ৬ উইকেট।
এর আগে, আফগানিস্তানকে বাংলাদেশ আটকে দেয় দুই শ' পেরোনোর আগেই৷ মিরাজ-রিশাদের ঘূর্ণিতে ৪৪.৫ ওভারে ১৯০ রানেই শেষ আফগানদের ইনিংস। যা আবুধাবিতে তাদের সর্বনিম্ন সংগ্রহ।