হার দিয়ে শুরু হয়েছিল সিরিজ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় জুনিয়র টাইগ্রেসরা। এবার টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্বাগতিকরা, পাকিস্তান অনূর্ধ্ব ১৯ নারী দলকে উড়িয়ে এগিয়ে গেল সিরিজে।
রোববার কক্সবাজার একাডেমি মাঠে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। অধিনায়ক ইমা নাসের ঝড়ো ব্যাটিংয়ে আভাস দেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ২৩ রান করে ফেরেন তিনি।
অন্যদের থেকে আর তেমন কিছু পায়নি পাকিস্তান। শেষ দিকে মেমুনা খালিদ ১৮ ও মাহনুর জেবের ১২ রান পাকিস্তানকে খানিকটা লড়াইয়ের পুঁজি এনে দেয়। মাঝে ৩৩ বলে ১৪ রান করেন জুফিশান আয়াজ।
বাকদের মাঝে কেউ আর দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ফলে ৮ উইকেটে ৮৬ রানেই শেষ হয় তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি ও অতশি মজুমদার।
ছোট লক্ষ্য তাড়ায় এবার আর ভুল করেনি বাংলাদেশ। যদিও দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল দ্রুতই, সুমাইয়া আক্তার ৪ ও নির্জনা মন্ডল আউট হন ৩ রান নিয়ে। তবে বিপদ বাড়তে দেয়নি জান্নাত-সাদিয়া জুটি।
অধিনায়ক সাদিয়া ইসলাম ২৮ বলে ৩৫ করে শেষ সময়ে আউট হলেও জান্নাত ইমান্তা অপরাজিত থাকেন ২৫ বলে ৩০ রানে। মায়মুনা নাহার করেন ৪* রান। ১৩.৩ ওভারেই নিশ্চিত হয় জয়।
ফলে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে একটা জয় পেলেই সিরিই নিশ্চিত করবে টাইগ্রেসরা।



