টি-টোয়েন্টিতে ছক্কার ডাবল সেঞ্চুরি বাংলাদেশের

চলতি বছরে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবার এক বছরে দুই শতাধিক ছক্কা হাঁকিয়েছে, তানজিদ তামিমের নেতৃত্বে ৩০ টি-টোয়েন্টিতে মোট ২০৬ ছক্কা মেরেছেন টাইগাররা।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল |নয়া দিগন্ত

তানজিদ তামিম-পারভেজ ইমনরা যেন এক নতুন দিগন্ত এনে দিলেন বাংলাদেশ ক্রিকেটে। ‘গায়ে জোর নেই’- প্রবাদটা দূরে ঠেলে গড়লেন ছক্কার ডাবল সেঞ্চুরির কীর্তি। যা একটা সময় ছিল স্বপ্নের মতোই।

এক বছরের নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড আগেই ভেঙে দিয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সেই রেকর্ডটিকে নিয়ে গেল ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন তানজিদ তামিমরা।

প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে দুই শ’ ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। মোট ৩০ টি-টোয়েন্টি ম্যাচে ২০৬ ছক্কা হাঁকিয়েছেন টাইগাররা। আগে এক বছরে সর্বোচ্চ ছক্কা ছিল ১২২টি, ২০২৪ সালে।

চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। এর মাঝে টপ অর্ডারে খেলা চার ব্যাটসম্যান তানজিদ, লিটন দাস, পারভেজ ও সাইফ হাসানের ব্যাট থেকেই এসেছে ১২৭টি ছক্কা।

যেখানে সবার থেকে এগিয়ে তানজিদ তামিম। ৪১টি ছক্কা মেরেছেন এই ওপেনার, যা এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ছক্কা মেরেছেন পারভেজ ইমন।

তিনে থাকা সাইফ ১৫ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা, আর অধিনায়ক লিটন দাস মেরেছেন ২৩টি ছক্কা। এছাড়া জাকের আলীর ১৯ ও তাওহীদ হৃদয় ১৪টি ছক্কা হাঁকিয়েছেন। শামীম পাটোয়ারীর আছে ৯ ছক্কা।

চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ, ২৯৮টি।

তবে এতগুলো ছক্কা নিয়েও চলতি বছর সর্বোচ্চ ছক্কার তালিকায় বাংলাদেশ আছে ৪ নম্বরে। চলতি বছরে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া, ২৮ ম্যাচে তাদের ছক্কার সংখ্যা ৩২৬।