অভিষেক শর্মা ঝড়ে এবার বিধ্বস্ত নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি সফরকারীরা। ২০ ওভারের ম্যাচ ১০ ওভারেই জিতেছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হার ৮ উইকেটে।
সোমবার আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করে কিউইরা। যা হেসেখেলেই পেরিয়ে যায় স্বাগতিকেরা। রান তাড়ায় তাণ্ডব চালান অভিষেক শর্মা। যদিও শুরুতেই বিদায় নেন আরেক ওপেনার সাঞ্জু স্যামসন (১)। তবে ঈশান কিষাণকে নয়ে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন অভিষেক।
১৩ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ৫৩ রানের মাথাতে বিদায় নেন ঈশান। তবে অভিষেক শর্মা থামেননি, মাত্র ১৪ বলে তুলে নেন ফিফটি। যা ভারতীয়দের মাঝে দ্বিতীয় দ্রুততম।
শেষ পর্যন্ত ২০ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন অভিষেক। অন্যদিকে, ২৬ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার। মাত্র ১০ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।
এর আগে টসে হেরে ব্যাট কররে নেমে প্রথম ওভারেই ফেরেন ডেভন কনওয়ে (১)। তিনে নামা রাচিন রবীন্দ্রও (৪) সুবিধা করতে পারেননি। টিম সেইফার্ট বেশিক্ষণ টেকেননি (১২।
এরপর গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান ৪১ বলে ৫২ রানের জুটি বাঁধেন। ২৩ বলে ৩২ রান করা চ্যাপম্যান থেমেছেন দলীয় ৮৬ রানে। ৪০ বলে ৪৮ রান করে আউট হন ফিলিপস। মাঝে ড্যারিল মিচেল (১২)ফেরেন।
শেষ দিকে দলকে দেড় শ’ পর্যন্ত পৌঁছান মিচেল স্যান্টনার। ১৭ বলে ২৭ রানের ক্যামিও খেলেন তিনি। ভারতের হয়ে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।
এই জয়ে ৫ ম্যাচ সিরিজের দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ তে সিরিজ জিতল ভারত।



