বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশের এসে পৌঁছেছে সালমান আগার পাকিস্তান দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। বেলা সাড়ে ১১টার দিকে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সালমান আগারা।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল |ইন্টারনেট

বাংলাদেশ দল এখনো ব্যস্ত শ্রীলঙ্কায়। কলম্বোতে আজ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে লিটন-তাসকিনদের অবর্তমানেই বাংলাদেশে এসেছে পাকিস্তান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। বেলা সাড়ে এগারোটার পরপর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সালমান আগারা।

তবে পুরো দল এখনও আসেনি। অধিনায়ক আগা ও তার সাথে কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ ঢাকায় এসেছেন। বিকেলে দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন।

এবার তুলনামূলক তরুণ এক দল নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান। নেই অভিজ্ঞ পাঁচ ক্রিকেটার। সাবেক নাম্বার ওয়ান ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খান নেই দলে।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। বাকি দু’টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ হবে সন্ধ্যা ৬টার দিকে।

উল্লেখ্য, সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এই দ্বি-পক্ষীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে।