রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল

পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে ভাগ্য নির্ধারিত হবে বাংলাদেশের

নয়া দিগন্ত অনলাইন

হেরেই বসেছিল বাংলাদেশ, ৯৭ রানে ৯ উইকেট হারানোর পর মাঠ ছেড়ে চলে যাচ্ছিলেন বাংলাদেশের সমর্থকেরা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক অবস্থানে পৌঁছেছে আকবর আলীর দল।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান, তবে ৬ রানের বেশি নিতে পারেননি সাকলায়েন ও রিপন মণ্ডল। ফলে পাকিস্তানের সমান ১২৫ রানে থেমেছে ইনিংস। ফলে ম্যাচ হয়েছে টাই, খেলা গড়িয়েছে সুপার ওভারে।

রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালেও সুপার ওভার খেলেছিল বাংলাদেশ। সেখানে ভারতকে হারিয়েছিল রিপন-আকবররা। এবার চ্যাম্পিয়ন হতেও সুপার ওভারে করতে হচ্ছে ভরসা। পারবে তো বাংলাদেশ?

উল্লেখ্য, দোহায় রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২৫ রানে থামে পাকিস্তানের ইনিংস।