ফরচুন বরিশাল-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট

এশিয়ান টিভিকে ২১ রানে হারিয়ে শেষ ষোলোতে নয়া দিগন্ত

দিগন্তের খালিদ সাইফুল্লাহর অনবদ্য হাফসেঞ্চুরিতে দলটি পায় বড় এই জয়।

ক্রীড়া প্রতিবেদক
ফরচুন বরিশাল-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে নয়া দিগন্ত টিম
ফরচুন বরিশাল-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে নয়া দিগন্ত টিম |ছবি : নয়া দিগন্ত

ফরচুন বরিশাল-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে এশিয়ান টিভিকে ২১ রানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দৈনিক নয়া দিগন্ত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নয়া দিগন্ত। দিগন্তের খালিদ সাইফুল্লাহর অনবদ্য হাফসেঞ্চুরিতে দলটি পায় বড় এই জয়।

এদিন ইনিংসের সূচনা করতে নামেন খালিদ সাইফুল্লাহ ও মনিরুল ইসলাম রোহান। প্রথম ওভারে তারা দুজন মিলে নেন ২০ রান। দ্বিতীয় ওভারেও সমপরিমাণ রান আসে এই দুই ব্যাটারের ব্যাট থেকে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী- কোনো ব্যাটার ৫০ রান করলে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়তে হবে। শেষ পর্যন্ত ষষ্ঠ ওভারে এসে খালেদ সাইফুল্লাহ ৪৯ থেকে চার হাঁকিয়ে ৫৩ রান করলে মাঠ ছাড়তে হয় তাকে।

এরপর ১ বলে চার হাঁকিয়ে পরের বল ওয়াইড হলে রান নিতে গিয়ে রানআউট হন এস এম মিন্টু। ফলে ১ উইকেট হারিয়ে নির্ধারিত ৬ ওভারে ৯৫ রান সংগ্রহ পায় নয়া দিগন্ত।

৯৬ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে খালিদ সাইফুল্লাহর প্রথম ওভারে কোনো রান নিতে পারেনি এশিয়ান টিভি। দ্বিতীয় ওভারে রোহানের বলে ১২ রান নিতে সক্ষম হয় প্রতিপক্ষ। একটা পর্যায়ে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৩৩ রান। বল হাতে এসে শেষ ওভারে রোহান ১১ দিলে ২১ রানের জয়ে শেষ ষোলোতে ওঠে নয়া দিগন্ত। শনিবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নয়া দিগন্ত মুখোমুখি হবে কালের কণ্ঠের।

নয়া দিগন্ত স্কোয়াড : জসিম উদ্দিন রান, খালিদ সাইফুল্লাহ, মনিরুল ইসলাম রোহান, জিলানি মিলটন, এসএম মিন্টু ও আমিনুল ইসলাম। টিম ম্যানেজার ছিলেন- নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম।